শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সরকারি সড়কের ঢালু কেটে নির্মাণ হচ্ছে ঘর

উল্লাপাড়ায় সরকারি সড়কের ঢালু কেটে নির্মাণ হচ্ছে ঘর

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সড়কের জায়গায় বড় আকারের একটি ঘর তোলা হচ্ছে। রাজমান এলাকায় সড়কের ঢালু কেটে ব্যাক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘরটি নির্মাণ কাজ চলছে। এটি এলজিইডি’র গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম একটি পাকা সড়ক। জানা যায়, নগরবাড়ী মহাসড়কের সংযোগ সড়ক গাড়াদহ বকুলতলা-মোহনপুর প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়ক পথে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। উল্লাপাড়ার মোহনপুরের সাথে এ সড়ক পথে দু’্ধসঢ়;উপজেলা উল্লাপাড়া ও শাহজাদপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, রাজমান এলাকায় সড়কটির সোল্ডার অংশ পর ঢালু কেটে একটি ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে ঢালু কেটে কম পক্ষে ৫ ফুট গর্ত করা হয়েছে। স্থানীয় গ্রীনল্যান্ড ডিজিটাল বিদ্যানিকেতন নামের ব্যাক্তি মালিকানার একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘরটি নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়। এখন টিনের ছাউনির কাজ চলছে। সরকারি সড়কের জায়গা কেটে অবৈধভাবে ঘরটি নির্মাণকারী মোঃ জয়নুল হক জানান, সরকারি জায়গায় ঘর তুলছি পারলে সরকার তুলে দেবে। উপজেলা প্রকৌশল বিভাগ সুত্রে, গুরুত্বপুর্ণ এ সড়কটি আরো চওড়াকরণে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন জানান, সরকারি সড়কের জায়গায় অবকাঠামো তোলা পুরোপুরি অবৈধ। বিষয়টি তার বিভাগ থেকে জরুরীভাবে দেখা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি জরুরীভাবে খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments