শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

পাবনায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী: পাবনা কমিউনিটি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ও প্রতিবছরের ন্যায় এবারও আজ সকালে হাসপাতালের প্রবীণ সদস্য আবু বকর সিদ্দিক ও আব্দুল মজিদ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। স্বাস্থ্য ক্যাম্পে ঢাকা থেকে আসা ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক গাইনী, চক্ষু, শিশু, নাক-কান-গলাসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পের আওতায় বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬২৩ জন রোগী এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। ঢাকা কমিউনিটি হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৯ সালে ফ্রি ফাইডে ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্পের যাত্রা শুরু হয়। ১৯৯০ সালে পাবনা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার পর প্রতিবছর বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments