শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় যক্ষা প্রতিরোধে ইমামদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

পাবনায় যক্ষা প্রতিরোধে ইমামদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী: পাবনায় নাটাবের উদ্যোগে যক্ষা প্রতিরোধে ইমামদের নিয়ে এডভোকেসি সভা বৃহস্পতিবার শহরের একটি রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাটাব পাবনা জেলা কমিটির সদস্য কামাল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন নাটাব রাজশাহী জোনের মাঠ কর্মকর্তা রুহুল আমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. একেএম আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস চাঁদু। ইমামদের মধ্যে বক্তব্য দেন আবুল কালাম আজাদ ও আব্দুল ওহাব জোয়াদ্দার। এডভোকেসি সভায় যক্ষা প্রতিরোধের উপায়, লক্ষ্য ও উদ্দেশ্য, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল লক্ষ্য, যক্ষা রোগের ক্ষেত্রগুলো মনে রাখা, দেশের সার্বিক যক্ষা পরিস্থিতি ও বিনামূল্যে যক্ষার পরীক্ষা ও যক্ষা রোগের চিকিৎসা প্রাপ্তিস্থান সমূহ নিয়ে ইমামদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এডভোকেসি সভায়, স্বাস্থ্য দপ্তর, নাটাবের কর্মকর্তা, ইমামসহ বিভিন্ন পর্যায়ের ৩৭ জন অংশগ্রহণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments