শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ড

অতুল পাল: বাউফলের কালাইয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে বন্দরের সদর রোডে একটি লেপ-তোষকের দোকান থেকে ওই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। গুগ্নিকান্ডের ঘটনায় তিনিটি দোকান পুড়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জানিয়েছেন। বাউফলে অবস্থানরত স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিন জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে কালাইয়া বন্দরের সদর রোডের কাঞ্চন মিয়ার লেপ-তোষকের দোকানে জাকির হোসেন (২৫) নামের এক কারিকর মটোরচালিত যন্ত্র দিয়ে তুলা ছাঁটাই করছিল। এসময় হঠাৎ যন্ত্রটি বিস্ফোরিত হলে মুহুর্তের মধ্যে তুলার গোডাউনে আগুণ ছড়িয়ে পরে এবং পাশে থাকা স্বপন সাহার রেস্তোরা ও হাজী সোহরাব হোসেনের চাউলের গুদামে আগুণ লেগে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় লোকজনও আগুণ নেভানোর কাজে যোগ দেন। বিস্ফোরণে জাকিরের শরীরের সামনের অংশ পুড়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বাহাউদ্দিন বলেন, তুলা ছাঁটা যন্ত্রের বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান, প্রাথমিকভাবে তিনটি দোকানের প্রায় ১৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments