শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাখাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ, বিজিবি সদস্যসহ নিহত ৫

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ, বিজিবি সদস্যসহ নিহত ৫

বাংলাদেশ প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ শাওন। গ্রামবাসীরা হলেন- মজিদ, শাহাব মিয়া, আকবর ও আহম্মদ আলী।

গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। অপর দিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ওই সংঘর্ষে ছেলে ও স্বামীর মৃত্যুর খবর শুনে এক নারীর মৃত্যু হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments