বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক

উল্লাপাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ঔষধের দোকানে চড়া দামে মাস্ক বিক্রি হচ্ছে। এদিকে বেশির ভাগ দোকানেই মাস্কের সংকট বলতে নেই বলে জানানো হয়। উল্লাপাড়া পৌর কর্তৃপক্ষ আজ সোমবার দুপুরে এক নোটিশে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে মাস্কের দাম বেশি না নেয়ার অনুরোধ জানিয়ে দোকানীদের সতর্ক করে দেন। উল্লাপাড়া পৌর শহরের একাধিক দোকানে খোজ নিয়ে জানা যায়, তাদের দোকানে গত ক’দিন হলো মাস্কের মজুত শেষ হয়ে গেছে। এখন সরবরাহ নেই। এদিকে যেসব দোকানে মজুত ছিল, সেসব দোকান মালিকেরা আগের দামের চেয়ে আজ সোমবার ২ থেকে ৩ গুন বেশি দামে বিক্রি করেছেন। একটি কাপড়ের ১৫ টাকার মাস্ক ৪৫ থেকে ৫০ টাকায় ও সার্জিক্যাল মাস্ক ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে বলে জানা যায়। সোমবার বিকেলে শহরের সবচেয়ে বড় তিনটি দোকান ঢাকা মেডিকেল হল, মর্ডান ড্রাগ হাউস, রাহেলা মেডিকেল ষ্টোরে খোঁজ নিয়ে জানা যায়, তাদের দোকানে এখন আর কোন মাস্ক মজুত নেই। উল্লাপাড়া কেমিষ্ট এন্ড ড্রাগিস সমিতির সভাপতি আব্দুর রশিদ দুলাল জানান, পৌর শহরে প্রায় ৫০টি ঔষধের দোকান রয়েছে। তার জানা মতে বেশির ভাগ দোকানেই মাস্ক মজুত নেই। এদিকে সুযোগ বুঝে কেউ বেশি দামে বিক্রি করলে তা অন্যায়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, মাস্কের বেশি দাম নেয়ার বিষয়ে কেউ জানাননি। দাম বেশি নেয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments