শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় দুই শিক্ষককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

চান্দিনায় দুই শিক্ষককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

ওসমান গনি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে ১৮ মার্চ( বুধবার) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনায় ২ জন শিক্ষককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ। দণ্ডপ্রাপ্ত দুজন শিক্ষক হলেন চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধাঁনসিড়ি এলাকায় গড়ে ওঠা বেনামি এক কোচিং সেন্টারের শিক্ষক।
এসময় তিনি বলেন, ভাইরাস নিয়ন্ত্রণে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করলেও কতিপয় লোভী শিক্ষক তারা সরকারী আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা কোচিং ও প্রাইভেট পড়া নিয়ে ব্যস্ত।পরবর্তীতে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারী সংকেত দেন তিনি, এবং মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments