রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeসারাবাংলামিরপুরে আরো ৪০ ভবন লকডাউন

মিরপুরে আরো ৪০ ভবন লকডাউন

সদরুল আইন: রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরো ৪০টি ভবন লকডাউন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের সহযোগিতায় ভবনগুলো লকডাউন করে স্থানীয়রা।

এর আগে শনিবার দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করা হয়েছিল।

ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সেই ভবনটি লকডাউন করা হয়েছিল।

কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়ায় ওই ভবনটির আশপাশের ৪০টি ভবনও লকডাউন করেছে স্থানীয়রা।

হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে।

টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি।

আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরো আক্রান্ত থাকতে পারেন।

পুলিশে মিরপুর বিভাগের এসি মিজানুর রহমান বলেন, আমরা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ওই এলাকার মানুষকে সচেতন করে দিয়ে এসেছি।

তারা যেন বাসা থেকে বের না হন। তাছাড়া ওই এলাকায় চলাচল সীমিত রাখার কথাও বলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments