শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরের রুপসীতে অবশেষে স্বেচ্ছাশ্রমেই রাস্তা সংস্কার শুরু

এনায়েতপুরের রুপসীতে অবশেষে স্বেচ্ছাশ্রমেই রাস্তা সংস্কার শুরু

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যমুনার তীর ঘেষে কৃষি প্রধান অপরুপ গ্রাম রুপসীর সৌন্দর্য্য সবাইকে আন্দলিত করলেও গ্রামের শালদার বিলের পাকা সড়ক থেকে দক্ষিন পাড়া জামে মসজিদ পর্যন্ত কাচা রাস্তার একে বারেই বেহাল দশা। জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘ দিন ধরে দাবী করেও এর কোন প্রতিকার না পেয়ে অবশেষে নিজেরাই রাস্তাটি সংস্কারে উদ্যোগ নিয়েছে। স্বেচ্ছাশ্রমের এ কাজে শরীক হয়েছে গায়ের শিশু বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেনী পেশার অর্ধ শত মানুষ। জানা যায়, শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানার রুপসী গ্রামের শালদারবিল এলাকার পুর্ব পাশের দক্ষিন পাড়ার দুর্ভোগের রাস্তাটি দীর্ঘ দিন ধরেই অবহেলিত। চলতে পথে এজন্য দুর্ভোগের শেষ নেই এখানকার কয়েক হাজার মানুষের। সামনে অতি বৃষ্টি ও বন্যায় কাচা রাস্তাটি অতীতের মত হয়ে যাবে একে বারেই চলাচলে অনুপযোগী। নির্বাচনে জনপ্রতিনিধিরা বার-বার প্রতিশ্রুতি দিলেও যথাযথ ব্যবস্থা না নেয়ায় এবার এলাকার লোকজন উদ্যোগী হয়েছে বহু প্রত্যাশিত রাস্তাটি নিজেরাই মেরামতের। সোমবার ভোর হতেই তাই এলাকার বীর মুক্তিযোদ্ধা কৃষক আব্দুল কাদের ও সমাজ-সেবক সামশাদ ইসলাম বাবুর আহবানে সাড়া দিয়ে ছাত্র, শিক্ষক, ইমাম, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী অর্ধশত মানুষ সমবেত হয় টুকরী, গামলা, কোদাল নিয়ে। চলে পাশের শুকনো জলাশয় হতে মাটি কেটে ফেলে রাস্তা মেরামত কাজ। বিষয়টি জেনে দুরেরও কেউ-কেউ এতে যোগদান করে। এভাবেই চলে দুপুর পর্যন্ত কাজ। এতে সম্মিলিত সহায়তা দেয়া টাকায় অংশ নিয়েছিল ১০ জন দিন মজুরও। কাজে অংশ নেয়া শিক্ষক রফিকুল ইসলাম রফিক মাষ্টার ও দ্বিতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থী নয়ন ইসলাম জানান, আমরা আর কারো প্রতি ভরসা না পেয়ে নিজেরাই কোদাল টুকরি হাতে নিয়েছি। যতটুকু পারি গতর খাটিয়েই রাস্তা মেরামত করে যাবো। তবে প্রশাসনের কাছে আমাদের দাবী অনুগ্রহ পুর্বক পুরো রাস্তা নির্মানে আমাদের সহায়তা করুন। এদিকে রাস্তা নির্মানের উদ্যোক্তা গাজী আব্দুল কাদের ও সমাজ-সেবক সামশাদ ইসলাম বাবু জানান, সাড়া দেশেই উন্নয়ন হচ্ছে। কেবল আমরাই এখনো পিছিয়ে আছি। মাত্র ১ কিলোমিটারের মত কাচা রাস্তাও আমাদের চলেচলে উপযোগী নয়। কেউ কথা রাখেনি। তাই নিজেরা যা পারছি করছি। আশা করছি কর্তৃপক্ষ পুরো রাস্তাটি মেরামত করে দেবেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামচুজ্জোহা জানান, এলাকাবাসী যে উদ্যোগটি নিয়েছে তা আসলেই প্রসংশনীয়। তবে মাটি স্বল্পতার কারনে কাচা রাস্তা গুলো করতে আমাদের সমস্যা হচ্ছে। আশা করছি আগামীতে এ রাস্তাটি মেরামত করতে পারলে ঐ এলাকার মানুষের ভোগান্তি দূর হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments