শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিদেশ ফেরত ২০২৬ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করতে পারেনি প্রশাসন

রংপুরে বিদেশ ফেরত ২০২৬ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করতে পারেনি প্রশাসন

জয়নাল আবেদীন:রংপুর বিভাগের আট জেলায় বিদেশফেরত দুই হাজার ২৬ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করতে পারেনি প্রশাসন। তাদের চিহ্নিত করতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ প্রশাসন মাঠে কাজ করছে। দ্রুত বিদেশ ফেরতদের অবস্থানসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতনরা। না হলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তা মহামারি আকার ধারণ করতে পারে আশংকা করছেন তারা। শুক্রবার নগরীতে সেনাবাহিনী বিদেশফেরতদের অবস্থান নিশ্চিত করতে জুম্মাপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বেশকিছু বাড়িতে গিয়ে বিদেশফেরতদের অবস্থান নিশ্চিত করেন তারা। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সংশ্নিষ্ট দপ্তরে পাঠানো তালিকা থেকে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ২৬ জন বিদেশ ফেরত ব্যক্তির ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা যায়নি। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় ৬শ০১ জনের মধ্যে ৩শ৩৪, দিনাজপুরে ২ হাজার ২শ৬৪ জনের মধ্যে ২ হাজার ১২, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৪শ০৩ জনের মধ্যে ২শ৩৫, পঞ্চগড়ে ৯শ৭০ জনের মধ্যে ৮শ০৬ ও লালমনিরহাটে ৩শ৬৬ জনের মধ্যে ১শ৮৭ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নীলফামারী ও গাইবান্ধা জেলায় বিদেশ ফেরত সবার অবস্থান চিহ্নিত করা গেছে। এ ছাড়া রংপুর জেলার বিদেশ ফেরতদের পরিসংখ্যান নেই বিভাগীয় প্রশাসনের কাছে। এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, চলতি বছরের ১ মার্চ থেকে বিদেশফেরত ব্যক্তিদের তালিকা করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগেরই ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে। যাদের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি তাদের খোঁজে মাঠে নেমেছেন পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা। আশাকরি দ্রুতই তাদের অবস্থান শনাক্ত করাসহ যারা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যায়নি তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এ ছাড়া করোনা ভাইরাস মোকাবিলায় আট জেলার চিকিৎসা প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি করোনা রোগী পাওয়া যায়, তাদের চিকিৎসায় কোনো সমস্যা হবে নাবলে জানান তিনি

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments