শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে পৌর এলাকায় জীবানু নাশক স্প্রে

বেলকুচিতে পৌর এলাকায় জীবানু নাশক স্প্রে

মারুফা মির্জা: বিশ্ব ব্যাপী আতংকের নোভেল করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে পুরো পৌর এলাকার রাস্তা-ঘাট জুড়ে ট্রাক যোগে জীবানু নাশক ওষুধ স্প্রে শুরু করেছে। প্রথম পর্যায়ে পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের উদ্যোগে ৩,৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় জীবাণু নাশক এ ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া শনিবার দুপুরে কামারপাড়া, শেরনগর, মুকন্দগাঁতীতে ছিটানো হচ্ছে। এ ব্যাপারে বেলকুচি মেয়র বেগম আশানুর বিশ্বাস জানান, করোনার প্রভাবে আমরা সবাই সংকিত। সরকার আমাদের সকলকে রক্ষায় সচেতনতায় যে পদক্ষেপ গুলো নিতে বলেছে সে অনুযায়ী কাজ করছে বেলকুচি পৌরসভা। প্রথম পর্যায়ে আমরা লিফলেট, ম্যাক্স ও সাবান বিতরন করেছি এবং অব্যাহতও রয়েছে। এছাড়া যারা হতদরিদ্র রিক্সা-ভ্যান শ্রমিক, ভিখারী ও তাঁত শ্রমিকদের মাঝে চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান, আসলে সচেতনাই পারে কেবল আমাদের এই মরণ ব্যাধি থেকে রক্ষা করতে। তাই বিশেষ কারণ ছাড়া কেউ বাইরে বের হবেন না। যে কোন সমস্যায় আমাদের ফোন করলে পৌরসভা তার নাগরিকদের পাশে থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments