সাঁথিয়ায় প্রশাসনের উদ্যোগে কর্মহীন দারিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ

আব্দুদ দাইন: করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দারিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছে সাঁথিয়া উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে সাঁথিয়া নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে এ খাবার বিতরণ করেন। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া এই খাবার উপজেলার প্রায় ১৫’শ কর্মহীন দারিদ্রদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতি প্যাকেটে ১০কেজি চাউল, ২কেজি আলু, ১কেজি ডাউল ও ১লিটার তেল রয়েছে। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সাঁথিয়া প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম মোল্লা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখা ও সামাজিক দুরত্ব বজায় রাখা, এ মুহুর্তে আমাদের বড় চ্যালেন্স। কর্মহীন অভাবীদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে সরকারে নির্দেশে খাবার বিতরণের কাজ শুরু হয়েছে।

Previous articleঈশ্বরদী ইপিজেড বন্ধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ
Next articleপাবনায় বরের বয়স না হওয়ায় কাজী ও বরের বাবা জেল হাজতে!
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।