শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

টাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আবুল কালাম আজাদ: শনিবার সকালে কালিহাতী পৌর এলাকার হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চৌরাস্তায় দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়। আহতদের ৮জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে, ১জন শহীদ সালাউদ্দিন সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও বিকালে আরোও ১জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো শুকুর মাহমুদ তালুকদার (৫৭), নুরুজ্জামান সনি তালুকদার (৩৫), নুর-নবী তালুকদার (২৬), সাদেক আলী তালুকদার (৬৫), সাইফুল ইসলাম তালুকদার (২৫),আঃ হালিম তালুকদার (৬০), রাসেল তালুকদার (২৬), রেজাউল করিম তালুকদার (৫৯), ও আওয়াল হোসেন তালুকদার (৩৬), মজিবর তালুকদার (৬৫)। প্রত্যক্ষদর্শী বাবু মন্ডল বলেন, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে হালিম মিলিটারি-রেজাউল করিম ভ্যান্ডার অনুসারীদের নিয়ে চাপাতি, হকিস্টিক, লাঠি-সোঠা নিয়ে হঠাৎ করেই শুকুর স্যার, তার ছেলে সনি তালুকদার ও নুর-নবী তালুকদারের উপর হামলা করে। এঘটনায় বাধা দিতে গিলে বৃদ্ধ চাচা সাদেক আলীর উপরও হামলা করলে তার ছেলে সাইফুল ফেরাতে গেলে সেও আহত হয়। সংঘর্ষে অপর পক্ষের হালিম মিলিটারি, রাসেল, রেজাউল করিম ভ্যান্ডার ও আওয়াল আহত হয়। আহত আওয়াল হোসেন তালুকদার বলেন, সকালে মজিবর তালইকে ঘেরাও ও প্রতিপক্ষের সকলে লাঠি-সোঠা নিয়ে একত্রিত হওয়ার সংবাদে বড় ভাই (রেজাউল করিম ভ্যান্ডার) ডাক দিলে আমরা ঔখানে গেলে তারা আমাদের উপর হামলা করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দিনমজুর বলেন, হালিম মিলিটারি-রেজাউল করিম ভ্যান্ডার দুজন মিলে প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজিতে বাধাঁ দিলে শুকুর স্যারসহ কিয়েকজনের নামে মিথ্যা মামলা, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়িকে মারধর করে। কিছুদিন আগে এ নিয়ে উভয় পক্ষ সংবাদ সম্মেলনও করে। আহত শুকুর মাহমুদ জানান, আমরা থানায় অভিযোগ দিয়েছি। এবিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল-মামুনের মুঠোফোনে চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments