শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাফেসবুকে নিজ দলের সমালোচনা, বিজয়নগর আ.লীগ-ছাত্রলীগের ২ নেতার গাঢাকা

ফেসবুকে নিজ দলের সমালোচনা, বিজয়নগর আ.লীগ-ছাত্রলীগের ২ নেতার গাঢাকা

বাংলাদেশ প্রতিবেদক: ‘আওয়ামী লীগ এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন! প্লিজ দুষ্ট লোকের মিষ্টি কথা থেকে বের হয়ে আসুন!’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দল সম্পর্কে এমন মন্তব্য করে ফেসে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা। অন্য আরেকটি পোস্টে এই নেতা বলেন-‘চীনে করোনা ভাইরাস হওয়ার কিছুদিন পর প্রধানমন্ত্রী মসজিদগুলো মুসলমানদের জন্যে খুলে দিল! আর সৌদি আরব, কুয়েত ও বাংলাদেশ মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করে দিল। করোনা পরিস্থিতিতে মাঠে নিয়োজিত একটি বিশেষ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে ঘরছাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম মাহবুব হোসেনও। এরআগে তাদেরকে আটক করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। তবে তারা দু-জন দলের নেতাদের চাপে ক্ষমা চেয়ে আবার পোস্ট দিয়েছেন।
মার্চের শেষ সপ্তাহে এসব পোস্ট দেয়ার পর দল থেকেও তাদের বহিষ্কারের জন্যে নির্দেশ দেন জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি জেলার সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এই নির্দেশ দেন।
যদিও এখন পর্যন্ত সেই পদক্ষেপ নেননি জেলার এই দায়িত্বশীলরা।
বিজয়নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া জানান- তাদের পোস্ট জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি’র নজরে আসার পর তিনি তাদের দল থেকে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নির্দেশ দেন। সংসদ সদস্যের নির্দেশে পুলিশ তাদের আটক করতেও অভিযান চালায়। তবে জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া জানান-তাদেরকে সতর্ক করা হয়েছে। একটা ভুল করে ফেলেছে। সেজন্যে ক্ষমা চেয়েছে। এরপর তাদেরকে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমা করে দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেছেন- করোনা পরিস্থিতির পর তাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ নেয়া হবে। ক্ষমা চেয়ে যে তারা পাল্টা পোস্ট দিয়েছেন সেটি জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments