শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে পিপিই না থাকায় ঝুঁকিতে সংবাদকর্মীরা

সাপাহারে পিপিই না থাকায় ঝুঁকিতে সংবাদকর্মীরা

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে গনমাধ্যমকর্মীদের সরকারী ভাবে কোন ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জামের বরাদ্ধ নেই। যার ফলে করোনা ঝুঁকি নিয়েই প্রতিদিন নিরলস ভাবে সংবাদ সংগ্রহের কাজ করে যাচ্ছেন একদল সংবাদকর্মী। সারা বিশ্বের ন্যায় অত্যন্ত অল্প সময়ে সারা দেশে ছড়িয়ে পড়া এ ঘাতক করোনা ভাইরাস গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে আরো বেশী ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে স্থানীয় গনমাধ্যমকর্মীরা। সারাদেশের লোকজন যখন করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরবন্দী সময় পার করছে ঠিক সেই সময় ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম না থাকার পরেও বিভিন্ন এলাকায় ঘুরে ঝুঁকিপূর্ণ ভাবে সংবাদ সংগ্রহে ব্যাস্ত সময় পার করছে এলাকার সংবাদকর্মীগণ। বর্তমান সময়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নিরাপদ নয়। এমতাবস্থায় স্থানীয় সাংবাদিকদের প্রাণের ঝুঁকি এড়াতে সরকারের সু দৃষ্টি কামনা করেছেন কর্মরত গনমাধ্যম কর্মীগন। এ ব্যাপরে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, দলীয় ভাবে কিছু ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এসেছে যা দলীয় লোকজনদের দেওয়া হবে। এখনো গনমাধ্যমকর্মীদের জন্য কোন পিপিই বরাদ্ধ আসেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments