শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুর সিটিতে ১৫ স্থানে ওএমএসের চাল আটা বিক্রি

রংপুর সিটিতে ১৫ স্থানে ওএমএসের চাল আটা বিক্রি

জয়নাল আবেদীন: রংপুর সিটি করপোরেশন এলাকার ১৫টি স্থানে ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজিতে আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। ডিলারদের মাধ্যমে সপ্তাহে তিনদিন সকাল দশটা থেকে বরাদ্দকৃত মজুদ শেষ না হওয়া ওএমএস খাতের এই পণ্য বিক্রি করা হবে। রবিবার সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আনুষ্ঠানিকভাবে চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, নগরীর শাপলা চত্বর, রেলওয়ে স্টেশন, মাহিগঞ্জ সাতমাথা, সিটিবাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, তাজহাট এরশাদনগর, শালবন মিস্ত্রিপাড়া, বাহারকাছনা মোড়, মর্ডাণ মোড়, দর্শনা মোড়, মীরগঞ্জ বাজার মুদিখানা মোড়, সামরারহাট চিলারঝাড়, সোডাপীর মোড়, সিও বাজার ও নজিরেরহাটে চাল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন বিক্রির জন্য দুই মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন করে আটা বরাদ্দ পাবেন। প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি দরে আটা দেওয়া হবে। একেকজন ভোক্তা ৫ কেজি করে চাল ও আটা ক্রয় করতে পারবেন। প্রতিদিন পনেরোটি পয়েন্টে ৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। মেয়র বলেন, রংপুর মহানগরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে অন্তত ৫০ হাজার মানুষ শ্রমজীবী। এসব মানুষকে সাধ্যমত সহায়তা প্রদান করাসহ সরকারি সুবিধা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে ওএমএস কার্যক্রম বন্ধ ছিল। সরকারের কাছে নগরীর অবহেলিত বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন করেছিলাম। সরকার প্রধান সেই আবেদনে সাড়া দিয়ে পুনরায় সারাদেশে ওএমএস কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই নগরীজুড়ে ওএমএস ডিলারদের মাধ্যমে দেয়া ন্যায্যমূল্যের এই সুবিধা গ্রহণের জন্য আহবান জানিয়ে মাইকিং করা হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments