শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে প্রেমের ফাঁদ পেতে প্রতারণায় জড়িত ৩ প্রতারক গ্রেপ্তার

ঈশ্বরদীতে প্রেমের ফাঁদ পেতে প্রতারণায় জড়িত ৩ প্রতারক গ্রেপ্তার

কামাল সিদ্দিকী: ফেসবুকে বন্ধুত্ব স্থাপন করে অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতে চাঁদা আদায়ের ঘটনায় প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পূর্ব নূর মহল্লা এলাকার পবিত্র রঞ্জন দেবনাথের ছেলে সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণ (২৯), স্বপন কুমার সরকারের ছেলে রিপন কুমার সরকার ও মোচন আলীর ছেলে মোস্তফা আলী (৩৫)। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতারক চক্র পাবনা সদর থানার পৈলানপুর এলাকার এক ভূসি ব্যবসায়ীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক স্থাপন করায়। পরে তাকে ডেকে এনে সুযোগ বুঝে ফাঁদে ফেলে শহরের আকবরের মোড় এলাকার মধুমতি ভিলায় নিয়ে যায়। ওই বাসায় নেয়ার পর এক নারীর সাথে জোর করে আপত্তিকর ছবি তুলে রাখে। পরে ছবি প্রচারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে। বারবার হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৩ প্রতারককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ প্রতারক চক্রে আরোও সদস্য রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এই চক্রের সাথে এক নারী সদস্য রয়েছে জড়িত রয়েছে। সে বিত্তশালী পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে তা প্রকাশ করার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করতো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments