বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকরোনার প্রভাব : বাউফলে তরমুজ চাষীদের চোখে দুঃস্বপ্ন

করোনার প্রভাব : বাউফলে তরমুজ চাষীদের চোখে দুঃস্বপ্ন

অতুল পাল: কাল বৈশাখী ঝড় নেই, নেই শিলাবৃষ্টি, নেই তেমন কোন রোগ বালাইয়ের আক্রমণ, সার্বিক আবহাওয়া অনুকুলে। তাইতো বাউফলে বাম্পার ফলন হয়েছে তরমুজের। সবুজ সমারহের ফাঁকে ফাঁকে থোকায় থোকায় গুটি ধরেছিল আরো এক মাস আগেই। দিনরাত পরিচর্যা করে সেই গুটি এখন ৮ কেজি থেকে ১৯/২০ কেজি ওজনে পরিণত হয়েছে। ফলন দেখে চাষীদের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছিল। একটু বেশি বাজার দর পেতে ইতিমধ্যেই আগাম তরমুজ কাটা শুরু হয়েছে। কিন্তু পোকা-মাকর কিংবা ঝড়-বৃষ্টির মতো আপদ না থাকলেও করোনার মতো আপদ এসে হাজির হওয়ায় চাষীদের সেই হাসি এখন ম্লাণ হয়ে গেছে। তাদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। মাথায় হাত পড়েছে আসল টাকা উঠবে কী না সেই ভাবনায়। বাউফলের বিভিন্ন এলাকার তরমুজ চাষীরা জানান, তরমুজের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের প্রভাবে দেশ জুড়ে চলছে অঘোষিত লকডাউন। যানবাহন বন্ধ থাকায় কোথাও সরবরাহ করা যাচ্ছেনা তরমুজ। একদিকে যানবাহন সংকট, অন্যদিকে রাজধানীসহ দেশের কোন অঞ্চলেই তরমুজের চাহিদা সে রকম না থাকায় মাঠের তরমুজ মাঠেই রয়ে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়তে যাচ্ছেন তারা। তাইতো চাষিদের মুখের হাসি এখন ম্লান হয়ে গেছে। বাউফল উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এরমধ্যে বৃক্ষ মিলি, পাগলা জাগুয়া, ইস্পাহানি ড্রাগন, সিনজেনটা ড্রাগন, ট্রমিকা ড্রাগন, পাকিজা ও অলকুইন প্রজাতীর চাষ করা হয়েছে। ইস্পাহানী ড্রাগন জাতের তরমুজটি কৃষকদের কাছে বেশি জনপ্রীয়। সরেজমিন দেখ গেছে, উপজেলার চন্দ্রদ্বীপ, কালাইয়া, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে কালাইয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরে বেশি চাষ হয়েছে। কালাইয়া ইউনিয়নের শৌলার চরে গিয়ে দেখা গেছে, বিস্তৃীর্ণ চর জুড়ে শুধু সবুজের সমারহ। পাতার ফাঁকে ফাঁকে উকি দিয়ে আছে কৃষকের স্বপ্ন এক একটি তরমুজ। কৃষকরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। বড় সাইজের তরমুজগুলো কেটে বাজারজাত করার জন্য স্তুপ করছেন। তরমুজ চাষী শাহ আলম বলেন, এ বছর তিনি ১২ একর জমিতে বিভিন্ন প্রজাতীর তরমুজ চাষ করেছেন। জমিবর্গা, সার ,কীটনাশক ও শ্রমিকদের মুজুরী বাবাদ প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। যে হারে ফলন হয়েছে যদি করোনার প্রভাব কেটে যায় ও পরবর্তী ১৫দিন আবহাওয়া অনুকুলে থাকে তাহলে ব্যবসার মুখ দেখা যাবে। অন্যথায় আসল টাকা তুলতেই হিমসিম খেতে হবে। আলমগীর পল্লান নামের বকে চাষী জানান, এতদিনে ঢাকাসহ দেশের বিভিন্ধসঢ়; এলাকার ফলের আড়তদাররা তরমুজ নেওয়ার জন্য মাঠের পাশে ট্রাক নিয়ে বসে থাকতেন। আর এবছর আড়তদারতো আসছেই না বরং তাদেরকে ফোন দিলে বলেন, গাড়ির সংকট অপর দিকে শহরে লোকসংখ্যা কম থাকায় তরমুজের চাহিদা তেমন একটা নেই। তিনি জানান, এখন পর্যন্ত স্থানীয় বাজারেই কিছু তরমুজ বিক্রি হচ্ছে। তরমুজের ফলন এবং বাজারজাত করা নিয়ে বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হিমু বলেন, চলতি মৌসুমে শিলা বৃষ্টি এবং রোগ বালাইয়ের তেমন প্রার্দুভাব না থাকায় তরমুজের জন্য আবহাওয়া ছিল অনুকুলে। ফলে তরমুজের ফলন ভালো হয়েছে। তবে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কৃষকরা যাতে কোন যানবাহন সংকটে না পড়ে তার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments