শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল আর নেই

রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল আর নেই

জয়নাল আবেদীন: রংপুর নগরির অতি পরিচিত জনপ্রিয় মুখ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল আর নেই। ইন্নালিল্লাহি ও ইন্নালিল্লাহীর রাজিউন। সোমবার বিলা পৌনে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৫৮ বছর। নিজ বাসায় অসুস্থতা বোধ করলে সোমবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তৌহিদুর রহমান টুটুল ছিলেন ৩ ভাই ২ বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি ২ কন্যা স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর সেনপাড়া জামে মসজিদে জানাযা শেষে নগরীর বড় নুরপুর কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়। তৌহিদুর রহমান টুটুল ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন পরবর্তিতে ১৯৯৫-১৯৯৬ সালে রংপুর জেলা আওয়ামীলীগের সাথে যুক্ত হন, পরবর্তিতে জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এবং কাউন্সিলে দপ্তর সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সফলতার সাথে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে পূণরায় কাউন্সিলের মাধ্যমে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জেলা ক্রীড়া সংস্থা ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সাথে যুক্ত ছিলেন। এদিকে তৌহিদুর রহমান টুটুল‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল রংপুর প্রেস্ ক্লাব সভাপতি রশীদ বাবু, সম্পাদক রফিক সরকার, রংপুর ডাবেটিক সমিতির সভাপতি শিক্ষাবিদ ড, রেজাউল হক সাধারন সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী,রংপুর আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মালেক,সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments