শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট খেয়ে দুই যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট খেয়ে দুই যুবকের মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট পান করে দুই যুবকের মৃত্যু ঘটেছে। নিহত যুবকরা হচ্ছে, ঈশ্বরদী পৌর এলাকার ফতেহমোহাম্মদপুরে বিএনপি নেতা ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুর পুত্র সজল (৩২) এবং একই এলাকার শামীমের পুত্র রাজু (৩০)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটায় প্রথমে রাজু এবং রাত সোয়া নয়টার দিকে সজল মারা যায়। নিহতের পরিবার ও ঈশ্বরদী পুলিশ ঘটনা নিশ্চিত করেছে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারনে শনিবার রাতে এই যুবকদ্বয় মদ না পেয়ে নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে শিমুল ডাক্তারের হোমিও ওষুধের দোকান থেকে বিষাক্ত স্পিরিট কিনে পান করে। রোববার দুপুরের পর হতে এদের শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেলের দিকে তাদের প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। ঈশ্বরদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে রাজুকে এবং পরে সজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ২ ঘন্টার ব্যবধানে রোবার দু’জনেই মারা যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments