শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাআড়াইহাজারে একই পরিবারের চারজন করোনায় আক্রান্ত

আড়াইহাজারে একই পরিবারের চারজন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের চারজনসহ মোট ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকল অফিসার ডা. আশরাফুল আমিন বুধবার এ তথ্য জানান।

ডা. আশরাফুল আমিন জানান, দড়ি বিশনন্দী এলাকার এক ব্যক্তি ঢাকার নন্দীপাড়ায় কবিরাজি করতেন। সেখান থেকে গত সপ্তাহে অসুস্থ অবস্থায় এলাকায় আসেন। গত ৮ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হলে পরদিন তার করোনা পজিটিভ আসে। পরে তাকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল নারায়ণগঞ্জের কাচঁপুরে সাজেদায় পাঠানো হয়। পরে তার স্ত্রী, ছেলে ও নাতির নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। বুধবার সকালে তাদেরও করোনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দড়ি বিশনন্দী গ্রামের একই পরিবারের চারজন ছাড়াও, দড়িসত্যভান্দি গ্রামের একজন, পাঁচগাও গ্রামে একজন ও বান্টি গ্রামে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments