শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় অগ্নিকাণ্ড, ২২টি দোকান পুড়ে ছাই

চান্দিনায় অগ্নিকাণ্ড, ২২টি দোকান পুড়ে ছাই

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস ষ্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটে এ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিক থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে, ৩টি কনফেকশনারী, ১টি খাবার হোটেল,ও ১৮ টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহযোগীতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় লোকজন জানান, সামনে রমজান মাস আসন্ন বিধায় ফলের দোকানদাররা সবাই প্রচুর পরিমান মালালাল দোকানে মজুদ করেছিল।আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। চান্দিনা পৌরসভার মেয়র ও চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কে সরকারী ভাবে ক্ষতিপূরণ দেয়া হবে বলে আশ্বাস দেন। তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চান্দিনা পৌরসভার পক্ষ হতে ত্রান বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments