কামাল সিদ্দিকী: পাবনার চাটমোহরে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের ফিতাপাড়ার (৪০) এর করোনা সনাক্ত হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে করোনা উপস্বর্গ দেখা দেওয়ায় তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ রির্পোট এসেছে। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন ওই গ্রামে যাচ্ছি রোগীর চিকিৎসা ও আইসোলেশনে রাখাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন জানান, সামাজিক ও ব্যক্তি দূরত্ব নিশ্চিত করতে পুলিশসহ রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে। উল্লেখ্য, এর আগে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এক যুবকের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে চাটমোহর উপজেলায় দু’জন কোভিড ১৯ আক্রান্ত হলো। প্রথমজন আক্রান্ত’র পর থেকে ১৬ এপ্রিল রাত থকেে গোটা উপজেলা লক ডাউন ঘোষণা করা হয়েছে।