আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতী সার্কেল এএসপি মো. রাসেল মনির বৈশ্বিক মহামারি করোনার থেকে নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য এবং অনাকাঙ্কিত কোন দূর্ঘটনা এড়াতে কিছু সতর্কবার্তা ও পরামর্শ দিয়েছেন। যেহেতু জেলার ভূঞাপুরে ইতিমধ্যে ৫ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। সেজন্য জেলার কালিহাতী, ভূঞাপুর ও বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার সম্মানিত সকল জনসাধারণের জ্ঞাতার্থে তিনি জানান, যদি কোনো ব্যাক্তি পিপিই, মাস্ক, গ্লোবস পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে রাতের বেলা করোনা রোগীর খোজ নিতে দরজা খুলতে বললে কেউ দরজা খুলবেন না। যদি কেউ স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসার কিংবা সার্কেল এএসপি অথবা জেলা পুলিশ কন্ট্রোলরুম নম্বরে ফোন করে নিশ্চিত হোন। তিনি আরও বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, সেনাবাহিনী, বা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের অপকর্ম করার চেষ্টা করছে। এমন পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। এছাড়াও তিনি যে কোন আইনগত সহায়তার জন্য নিম্নবর্ণিত দায়িত্বরত কর্মকর্তাগণের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
পুলিশ কন্ট্রোলরুম- ০১৭৯৪৪৪৯৯৯৯
কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি)- ০১৭১৩৩৭৩৪৬২
ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯০৬৯০
ভূঞাপুর থানা
অফিসার ইনচার্জ (ওসি)- ০১৭১৩৩৭৩৪৬৩
ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯০৬৯১
বঙ্গবন্ধু পূর্ব সেতু থানা
অফিসার ইনচার্জ (ওসি)- ০১৭১৩৩৭৩৪৬৪
ডিউটি অফিসার- ০১৭৬৯৬৯০৬৯২
কালিহাতী সার্কেল
এএসপি- ০১৭৬৯৬৯২৩৭৮।