রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
Homeসারাবাংলাকমলগঞ্জে ঝড়ে উড়েগেছে ঘর-বাড়ী, গাছ চাপায় নিহত ১

কমলগঞ্জে ঝড়ে উড়েগেছে ঘর-বাড়ী, গাছ চাপায় নিহত ১

কাদির চৌধুরী ফারহান: বৃহস্পতিবার (২৩এপ্রিল) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষত-ক্ষতি হয়েছে। ঝড়ে কমলগঞ্জ পৌরসভার পাশ্ববর্তী মকবুল আলি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত হয়।

কমলগঞ্জ পৌরসভার সামনে রাস্তার একটি গাছ উপড়ে সেলিম মহালদারের গাছের ডিপোর অফিসে পড়লে গাছ চাপায় ডিপোর নৈশ প্রহরী মনির বক্স (৬৫) নিহত হন। নিহত মনির উপজেলার বালীগাঁও গ্রামের সুন্দর বক্স এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় প্রচন্ড ঝড় শুরু হলে পৌর সভার সামনে সেলিম মহালদারের গাছের ডিপুর অফিস ঘরে আশ্রয় নেন নৈশ প্রহরী মনির বক্স। এ সময় রাস্তার পাশের একটি গাছ উপড়ে ঘরে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন, মৌলভীবাজার হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ে পৌরসভা সংলগ্ন মকবুল আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বহু গাছপালা উপড়ে বৈদ্যুতিক লাইনে পড়ে বিদ্যুত লাইন লন্ডভণ্ড হওয়ায় কমলগঞ্জের বিদ্যুৎ সরবরাহ প্রায় ১২ ঘন্টা পর স্বাভাবিক হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, ঝড়ের কারণে অনেক ক্ষতক্ষতি হয়েছে খবর পেয়েছি। সংশ্লিষ্টদের ক্ষতির পরিমান নিরুপনের জন্যে বলেছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments