শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

কেন্দুয়ায় হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলফা ইউনিয়নের জল্লী গ্রামের মো. রিপন মিয়া (৩৩) হত্যা মামলার আসামিদের বাড়ি ঘরে কয়েক দফা হামলা চালিয়ে ভাঙচুর ও বাড়ির আঙ্গিনায় ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং গরু, ছাগল, আসবাবপত্র লুট করে নিয়ে যায় বাদী পক্ষের লোকজন।

এ ব্যাপারে কেন্দুয়া থানায় অভিযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার (কেন্দুয়ার সার্কেল)ও কেন্দুয়া থানার ওসি গতকাল বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগে জানা গেছে, জেলার কেন্দুয়া উপজেলার জল্লী গ্রামের মো. স্বপন মিয়াদের সাথে একই গ্রামের আবদুল মন্নানের ছেলে নূরুল আমীনদের দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলছিল।

এরই জের ধরে আবদুল মন্নানকে সম্প্রতি রিপন মিয়া, স্বপন মিয়া ও তাদেও লোকজন মারধর করে।

এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গত ১৩ মার্চ ইউনিয়নের মাটিকাটা নামক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আশঙ্কা জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই স্বপন মিয়া বাদী হয়ে মো. নূরুল আমিন, মো. রুহুল আমীন, মো. মাহাবুব, মো. আলমসহ ১১জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২-৩জনকে আসামি করে গত ১৬ মার্চ কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ হত্যা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

অন্যদিকে হত্যা মামলার বাদী পক্ষ ১৩ মার্চ রাতে, ২৫ মার্চ সকালে হামলা চালিয়া দুইটি চৌচালা টিনের, অধাপাকা বসত ঘর ও ছনের ঘর ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়।

হামলাকারীরা এ সময় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। হামলাকারীরা তান্ডব চালায়।

বাড়ির আঙ্গিনায় আম, জাম, কাটাল, সুপরীসহ বিভিন্ন জাতের অর্ধশত গাছ কেটে ফেলে। গরু, ছাগল, টেলিভিশন, খাট, সুকেস, আলমিরা, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র লুট কওে নিয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। বাড়ির লোকজনকে হত্যার হুমকি দেয়।

প্রাণের ভয়ে বাড়ির লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে। এ সময় প্রতিবেশী বিনোদ, সবুজসহ তিনটি গরীর পরিবারের বসত ঘর ভাঙচুর করা হয়।

হামলাকারীদের অব্যাহত হুমকির মূখে আসামি পক্ষের লোকজন বাড়িতে যেতে পারছে না।

এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আহসানুল ইসলাম রিপন বলেন, রিপন হত্যার জের ধওে প্রতিপক্ষের লোকজন আসাদিদেও বাড়িতে হামলা চালিয়ে সব কিছু ধংস করে দিয়েছে।

পাশাপাশি হত্যাকান্ডে জড়িত নয় এমন তিনটি পরিবারের ঘরও ভাঙচুর করা হয়ে। ভয়ে আসামি পক্ষের লোকজন বাড়িতে যেতে পারছে না। হামলার ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শুক্রবার (২৪এপ্রিল)কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান,গত কাল সহকারী পুলিশ সুপার (কেন্দুয়ার সার্কেল) মাহমুদুল হাসান এবং( ওসি)অামি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করিছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments