শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় করোনার নমুনা সংগ্রহে বাড়িতে বাড়িতে মেডিক্যাল টিম

সাঁথিয়ায় করোনার নমুনা সংগ্রহে বাড়িতে বাড়িতে মেডিক্যাল টিম

আব্দুদ দাইন: মরণঘাতী করোনা ভাইরাসের এই মহাদুর্যোগের সময় পাবনার সাঁথিয়ায় মেডিক্যাল টিম তাৎক্ষনিক রোগীর নমুনা সংগ্রহে বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফাতেমা তুজ জান্নাত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যসহকারীদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম করোনা সন্দেহ রোগীদের বাড়িতে হাজির হয় এবং তাদের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়। এ পর্যন্ত সন্দেহজনক ১৯জনের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছে। রোববার(২৬/৪/২০২০) পর্যন্ত ১১জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকী রিপোর্ট এখনো আসেনি। উপজেলার ধুলাউড়ি ইউনিয়ন, পৌরসভা, করমজা ইউনিয়ন, ধোপাদহ ইউনিয়ন, ক্ষেতুপাড়া ইউনিয়ন ও আর/আতাইকুলা ইউনিয়ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সন্দেহজনক এরা সকলেই ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্রগ্রাম থেকে আসা। উপজেলায় মোট ৩’শ৫৩জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বর্তমানে ৬২জন হোম কোয়রেন্টাইনে আছে। এদের আগমন অব্যাহত থাকায় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের দ্বারা এদের নাম তালিকা সংগ্রহ চলমান রয়েছে। তিনি জানান, অসুবিধা হলো বাহির থেকে আসা ব্যক্তিরা পরিচয় এবং রোগের রক্ষন গোপন রাখতে চায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments