বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লায় করোনায় এক পরিবারের চারজনসহ আক্রান্ত ৫

কুমিল্লায় করোনায় এক পরিবারের চারজনসহ আক্রান্ত ৫

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লায় এক পরিবারের চারজনসহ নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এক পরিবারের চারজনের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ হওয়া অপরজনের বাড়ি তিতাস উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫২ জন।

নতুন করে চারজন আক্রান্ত পরিবারের এক সদস্য আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ায় মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম।

তিনি বলেন, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একজন করোনায় আক্রান্ত হওয়ার পর ওই পরিবার ও আশপাশের ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তির মা-বাবা, ভাই ও ভাতিজার করোনার পজিটিভ রিপোর্ট আসে মঙ্গলবার। তাই দুপুর থেকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করা হয়েছে। আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত উপজেলার মোট ১১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ৬০ নমুনার ফলাফলের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একই পরিবারের পাঁচজন এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন। তাই উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পুরো এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম লকডাউন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৫২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত এক হাজার ২১৯ ফলাফলের মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এসেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments