বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নারী ফুটবলারদের বাড়ি বাড়ি উপহার পাঠালেন পুলিশ সুপার

রংপুরে নারী ফুটবলারদের বাড়ি বাড়ি উপহার পাঠালেন পুলিশ সুপার

জয়নাল আবেদীন: করোনা কালে রংপুরের পালিচড়ার সেই নারী ফুটবলারদের বাড়ি বাড়ি উপহার (খাদ্য সামগ্রি) পাঠালেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার । ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনায় অসহায় মানুষ যখন কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছে ঠিক তখনই বুধবার বিকালে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া নয়াপুকুরে ২০ জন নারী ফুটবলারদের বাড়ি বাড়ি গিয়ে এসপি‘র পাঠানো উপহার পৌছে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম। এসময় ফুটবল কোচ মিলন খান রাজ বলেন,একজন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এই দূর্যোগ কালীন মুহূর্তে দরিদ্র নারী ফুটবলারদের পাশে দাঁড়ানোয় আমরা ওনার নিকট কৃতজ্ঞ। তিনি আরও বলেন,পুলিশ সুপার মহোদয় সব সময় পালিচড়ার এই নারী ফুটবলারদের পাশে থাকেন। তিনি দুই খেলোয়াড় নাসরীন ও রুমির হাঁটুর অপারেশনেরও দায়িত্ব নিয়েছেন।করোনা পরিস্থিতি ভালো হলে খুব দ্রুত তাদের এই অপারেশন করার ব্যবস্থা করবেন এসপি । অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন,উপহার নারী ফুটবলারদের বাড়ি বাড়ি আমরা পৌছে দিলাম।এবং সকল খেলোয়ার ও তাদের পরিবারের লোকজনকে করোনা থেকে সচেতন করা হল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments