শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা করল কিশোর গ্যাং

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁও সদরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ সন্দেহ ভাজন সাত জনকে গ্রেপ্তার করেছে।

রোববার বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের মধ্য ভোপলা গ্রামের হেলাল ইসলাম ওরফে নাপিত (২২), পশ্চিম ভোপলা গ্রামের নাঈম ইসলাম নাসির (১৯), সোহেল ইসলাম (২২), উত্তর বোচাপুকুর গ্রামের আল আমিন ইসলাম শাহিন (২০), বোচাপুকুর বিশুরদিঘী গ্রামের সামিউল ইসলাম (২৬) এবং বোচাপুকুর ডাক্তারপাড়া গ্রামের দুই কিশোর, যাদের বয়স ১৭ বছর।

পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, গ্রেপ্তারকৃতরা ওই ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের এক কিশোরীকে প্রায় সময় উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করে কিশোরীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছোট ভাই (১৫)। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তার কিশোর গ্যাং এর সদস্যরা ওই স্কুলছাত্রেকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এসপি বলেন, বিষয়টি মীমাংশা করে দেওয়ার নাম করে গত ২৪ এপ্রিল কিশোর গ্যাং এর সদস্যরা কৌশলে ওই স্কুলছাত্রকে বাড়ির পাশে ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে লাশ পাশের ধান ক্ষেতে ফেলে চলে যায়।
এসপি আরো জানান, পরদিন (২৫ এপ্রিল) স্থানীয়দের কাচে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ওইদিনই নিহতের বড় ভাই অজ্ঞাতনামাদের আসারি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসপি মনিরুজ্জামান মনির বলেন, “৩০ এপ্রিল গ্রেপ্তারকৃত সাত জনের মধ্যে তিন জন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেন। আদালতে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments