শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে অলিগলিতে অসহায় দরিদ্র মানুষের হাতে ইফতার ও সেহরি খাদ্য সহায়তা দিচ্ছেন...

রংপুরে অলিগলিতে অসহায় দরিদ্র মানুষের হাতে ইফতার ও সেহরি খাদ্য সহায়তা দিচ্ছেন ছাত্রলীগ

জয়নাল আবেদীন: রংপুর নগরির অলিগলিতে অসহায় দরিদ্র মানুষের হাতে ইফতার সামগ্রি তুলে দিচ্ছেন শুধু তাই নয় মধ্যরাতে ১শ অসহায় দুস্থ মানুষের খোঁজখবর নেয়ার সাথে হাতে তুলে দিচ্ছেন সেহরি খাদ্য সহায়তা। আর এই মানবিক কাজ করে যাচ্ছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি তিনি তার ৫/৭জনের কর্মি নিয়ে প্রতিদিন বিকেলে বের হন নগরির বিভিন্ন অলিগলিতে । ইফতারের প্যাকেট হাতে সড়কে আর অলিগলিতে পথচারী, অসহায় ও দুস্থদের হাতে তুলে দিচ্ছেন ইফতার। প্রতিদিন গড়ে ১শ মানুষের হাতে তুলে দিয়ে আবার মধ্যরাতে বের হন সেহরির খাবার নিয়ে ।এই মানবিক সহায়তার কাজ অসচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্যস্ত সবাই । মঙ্গলবার বিকেলে কথা হয় ছাত্রলীগের সভাপতি রণির সাথে । তিনি বলেন দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রমজানের শুরু থেকেই প্রতিদিন সাধ্যমত ইফতার ও সেহরির খাবার বিতরণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে খাবার নেই এমন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকেই এই কার্যক্রম চালাচ্ছেন তারা । এরআগে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান, ফেস মাস্ক নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে ছাত্র সংগঠনটি। বর্তমানে করোনাকালে লকডাউনের প্রভাবে উপার্জনহীন হতদরিদ্র মানুষদের ইফতার সেহরিতে মিলছে না পরিতৃপ্ত খাবার। অর্থাভাবের সাথে প্রয়োজনীয় খাদ্যোভাবে অনেকটাই দিশেহারা রোজাদাররা। তাদের জন্য প্রতিদিন সামর্থ্ অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হচ্ছে ।প্রতিদিন ১শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্য নিয়ে তিনি এসব করছেন বলে জানান। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের এই ক্রান্তিলগ্নে প্রত্যেক সামর্থবান মানুষকে এগিয়ে আসার আহবান জানা এই নেতা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments