বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় স্বাস্থ্যকর্মীসহ আরো দু‘জন করোনায় আক্রান্ত

পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আরো দু‘জন করোনায় আক্রান্ত

কামাল সিদ্দিকী: পাবনায় আরো দু’জনের করোনা সনাক্ত হয়েছে। পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল শনিবার (০৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন জেলার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিআই এবং অপরজনের বাড়ি ভাঙ্গুড়া উপজেলার এক পোশাককর্মী। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম জানান, ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মেটে পুকুরপাড় গ্রামের আক্রান্ত তরুণের বয়স ২০ বছর। সে গাজীপুর ফেরত পোশাককর্মী। গত ২৬ এপ্রিল বাড়িতে আসার পর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তারপর গত ৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ রোববার তার ফলাফলে পজেটিভ এসেছে। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ আছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুজ জান্নাত জানান, হাসপাতালের স্বাস্থ্যকর্মীর বয়স ৪০ বছর। তিনি এমটিপিআই পদে কমরত রয়েছেন। তার বাড়ি সাঁথিয়া পৌর এলাকার পিপুলিয়া মহল্লায়। করোনা সন্দেহে ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজ করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় গত ৩০ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments