বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলের রেকর্ড ১ দিনে ১৩ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৭৩...

টাঙ্গাইলের রেকর্ড ১ দিনে ১৩ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৭৩ জন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের রেকর্ড হারে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। একদিনে রেকর্ড ১৩ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।
আক্রান্তদের মধ্যে জেলার সবচেয়ে বেশি মির্জাপুরে পাঁচজন। এছাড়াও গোপালপুরে দুইজন, ঘাটাইলে দুইজন, মধুপুরে দুইজন, ধনবাড়িতে একজন ও বাসাইলে একজন করে আক্রান্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টয় ১২৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় তাদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৩ এ। সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩১০১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১ হাজার ৪’শ ৪৪ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যূ্ হয়েছে দুই জনের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments