শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে এক বাড়ির ১৫ জন করোনায় আক্রান্ত

রায়পুরে এক বাড়ির ১৫ জন করোনায় আক্রান্ত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জন হলো। ওই শিশুর সংস্পর্শে বৃহস্পতিবার ১২ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তরা সবাই উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের একই বাড়ির বাসিন্দা। শুক্রবার সকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন। তিনি জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌরশহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৪ মে তার করোনা পজিটিভ আসে। এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়। তিনি আরো জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরো কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments