শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবরগুনায় বিপদসীমার ৩৩ সে.মি. উপর দিয়ে বইছে জোয়ারের পানি

বরগুনায় বিপদসীমার ৩৩ সে.মি. উপর দিয়ে বইছে জোয়ারের পানি

বাংলাদেশ প্রতিবেদক: বরগুনার তিনটি নদী বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময় জোয়ারের উচ্চতা থাকে ২.৮৫ সেন্টিমিটার।

বুধবার বেলা ১১টায় বরগুনায় জোয়ারের পানির উচ্চতা ছিল ৩.১৮ সেন্টিমিটার। যা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জোর প্রচারণা চালানো হচ্ছে।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাথে রয়েছে দমকা হাওয়া।

দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬১০টি আশ্রয়কেন্দ্র, ৪২টি মেডিকেল টিম, ৮টি জরুরি কন্ট্রেলা রুম খোলা হয়েছে।

পোটকাখালী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা কামাল বলেন, প্রতিবছরই কোনো না কোনো দুর্যোগের মধ্যে পড়তে হয় আমাদের। সারা বছরই আমরা ঝুঁকির মধ্যে থাকি।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments