শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাআম্ফানের তাণ্ডবে বাউফলে ৫ শতাধিক ঘরবাড়ি বিধস্তসহ বিদ্যুৎ লাইনের ব্যপক ক্ষতি

আম্ফানের তাণ্ডবে বাউফলে ৫ শতাধিক ঘরবাড়ি বিধস্তসহ বিদ্যুৎ লাইনের ব্যপক ক্ষতি

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে সুপার সাইক্লোন আম্ফফানের তান্ডবে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। একই সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও পল্লী বিদ্যুত লাইনের ব্যপক ক্ষতি হয়েছে। প্রায় ১০০ হেক্টর জমির রবিশষ্য মুগডাল, তিল, তিসি পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে চরাঞ্চল নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন ও ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেবপাশা এবং কনকদিয়া ইউনিয়নের চর কারখানায় চার শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নে শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয়েছে। বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে শতাধিক জায়গায় তার ছিঁড়ে গেছে। ১৩ টি খুঁটি, ৪ টি ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জমাদি নষ্ট হয়েছে। ফলে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক হতে অন্তত: এক সপ্তাহ সময় লেগে যাবে বলে ডিজিএম এ.কে. আজাদ জানিয়েছেন। এদিকে ধুলিয়া লঞ্চঘাটের পল্টুনের গ্যাংওয়ে ছিড়ে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন বলেন, সরকারিভাবে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করে জেলা প্রশাসককে পাঠানা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments