কামাল সিদ্দিকী: পাবনা-সুজানগর সড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো তিন জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কৃষ্ণতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় ওই স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই জানিক (৩৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। সে সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহত অপর ৩ জনের মধ্যে ১ জনের অবস্থার অবনতি হলে প্রথমে সুজানগর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে আহত ৩ জনের মধ্যে ১ জনের বাড়ী কুচিয়ামারা, এবং অপর মটরসাইকেল আরোহী দুইজনের বাড়ী সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে বলে জানা গেছে।