শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় আড়াই হাজার বিঘা ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশংকা

উল্লাপাড়ায় আড়াই হাজার বিঘা ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতার আশংকা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় আড়াই হাজার বিঘার আবাদি মাঠে স্থায়ী জলাবদ্ধতার আশংকা করা হচ্ছে। এরই মধ্যে ভারী বৃষ্টিপাতে মাঠগুলোর নীচু এলাকায় পানি জমেছে। পানি নিস্কাশনের একমাত্র খালটি ভরাট করে ফেলা হয়েছে। এখন আর পানি বের হতে পারছে না। কৃষকেরা পানিতে তাদের ধান ফসল কাটছে। এদিকে কৃষি বিভাগ থেকে বিষয়টিতে গুরুত্ব দিয়ে পানি নিস্কাশনের উপায় নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নের পাশাপাশি নাগরৌহা, চরপাড়া, পংরৌহা, ভদ্রকোল ও বাখুয়া গ্রাম এলাকার আবাদি মাঠের জমির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ হাজার বিঘা। ইউনিয়ন তিনটি হলো- সদর উল্লাপাড়া, কয়ড়া ও পূর্ণিমাগাতী। এর মধ্যে স্থানীয় ভাবে পরিচিত চরপাড়া খাপাল, নাগরৌহার সুলফি গাড়ি, লালি, ভদ্রকোলের দোপাচড়া, ভদ্রকোল জোলা, পংরৌহার সরিষাদহ, খাপাল, বাখুয়ার কার্তিকের ধরে নীচু মাঠে জমির পরিমাণ প্রায় আড়াই হাজার বিঘা হবে বলে জানা যায়। অতীতে বিশাল এ মাঠে সহজে বন্যার পানি ঢুকতো আবার বের হয়ে যেতো। বৃষ্টির পানি বের হতো অতি সহজে। একাধিক সরকারি নালা ও খাল হয়ে পানি নিস্কাশন হতো। নালা ও খাল গুলো হলো- শৈলাগাড়ী খাল, কয়ড়া নালা, বুড়ির বিল খাল। বিগত ২ হাজার সালে নাগরৌহার শৈলাগাড়ী এলাকার (আসান কাটা) কচুয়া নদী থেকে ভেংড়ী গ্রামের মোঃ আজিজল হকের প্রায় ২০ শতক ব্যাক্তিগত জমিতে একটি খাল কাটা হয়। চরপাড়ায় অবস্থিত স্মৃতি ব্রিকস নামের ইটভাটা মালিক মোঃ জাহেদুল হক তার ইট ভাটায় বর্ষা মৌসুমে সহজে নৌকা চলাচলে এ জমি লিজ নিয়ে খালটি খনন করেন। এ খাল হয়েই বন্যা ও বৃষ্টির পানি অতি সহজে নিস্কাশন হয়। প্রায় সাড়ে পাঁচ হাজার বিঘার পুরো মাঠেই সরিষা ও ইরি ধান ফসল সহ অন্যান্য ফসল আবাদ হতে থাকে। এদিকে ব্যাক্তিগত খালটি হয়ে পানি নিস্কাশন ব্যবস্থা থাকায় অন্য খাল ও নালা গুলো ভরাট করে সরকারি সড়ক পথ ও অবৈধ দখলে নিয়ে অনেকেই ভরাট করে ফেলেছে বলে খোজ নিয়ে জানা যায়। এদিকে গত মাস দেড়েক আগে ব্যাক্তিগত খালটির জমির মালিক আজিজল হক পুরোপুরি তা ভরাট করে ফেলেছেন। সেখানে নতুন ঘর তোলা হয়েছে। এ বিষয়ে আজিজল হকের বক্তব্যে তিনি জমিটি দশ বছরের জন্য লিজ দিয়েছিলেন। সেখানে বিশ বছর চলছে। লিজের মেয়াদ পার হওয়ার পরও নতুন করে কোন লিজ চুক্তি হয়নি। তিনি এখন নিজ দরকারে খালটি ভরাট করেছেন। স্মৃতি ব্রিকস এর মালিক মোঃ জাহেদুল হক এলাকার কৃষি ও কৃষকের স্বার্থে তিনি আজিজল হকের খালের জমিটি বর্তমান বাজার দরে কিনে নেওয়া এবং সেখানে খালটি পুনরায় খননে আগ্রহের কথা জানান। এদিকে খালটি ভরাট করার ফলে পাচ গ্রামের কৃষকেরা আশংকা করছেন এখন আর তাদের মাঠ থেকে পানি বের হতে পারবে না। বন্যার এবং বৃষ্টির পানি বিশাল মাঠ জুড়ে জমে থাকবে। দেখা দেবে স্থায়ী জলাবদ্ধতা। এরই মধ্যে জলাবদ্ধতার লক্ষণ দেখা দিয়েছে। এলাকার পুরো মাঠ জুড়ে এখন ইরি ধান ফসল। বৃষ্টিপাতে চরপাড়া খাপালসহ নীচু অন্য এলাকায় ধান জমিতে কম বেশি পরিমান পানি জমেছে। মাঠে ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা পানিতে তাদের ধান ফসল কাটছে। চরপাড়া গ্রামের কৃষক শাহীন আকন্দের খাপালের জমিতে পানি জমে আছে। বেশ ক’জন দিন মজুরকে পানিতে ধান কাটতে দেখা গেছে। কৃষক শাহীন আকন্দ জানান, পানিতে ধান কাটায় মজুর এবং তা বয়ে বাড়ী নিতে মজুরী খরচ বেশি হচ্ছে। নাগরৌহার সুলফি গাড়ী , কার্তিকের ধর, সরিষাদহ এলাকাতেও কৃষকেরা পানিতে ধান কাটছে। মাঠে বাশের মাচান ফেলে সেখানে পানিতে থাকা ধান কেটে রাখতে দেখা গেছে। নাগরৌহা, চরপাড়াসহ আরো তিনটি গ্রামের ১৮ থেকে ২০ জন কৃষকের সাথে কথা হলে জানান, এখনতো পানিতে ধান কাটতে হচ্ছে। তাদের আশংকা খালটি ভরাটে পানি নিস্কাশনের পর বন্ধ হয়ে যাওয়ায় পুরো মাঠ জুড়ে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। তখন সরিষা ফসলের আবাদ করা যাবে না। এদিকে স্থানীয় কৃষকেরা তাদের মাঠে স্থায়ী জলাবদ্ধতার আশংকা করে এবং পানি নিস্কাশনের ব্যবস্থা নিতে বেশ ক’দিন আগে উপজেলা কৃষি বিভাগ বরাবরে লিখিত আবেদন করেছে বলে জানা যায়। সে আবেদনের প্রেক্ষিতে স্থানীয় কৃষি বিভাগ থেকে তিন জন উপ সহকারী কর্মকর্তা সরেজমিনে বিষয়টি দেখেছেন। তারাও পানি নিস্কাশনের ব্যবস্থা করা না হলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে বলে মত জানিয়েছেন বলে উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আজমল হক জানান। উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সূমী আজ বুধবার দুপুরে সরেজমিনে এলাকায় গিয়ে তা দেখেছেন। তিনি জানান, ব্যাক্তিগত জমির যে খালটি ভরাট করা হয়েছে সেখানে প্রায় ১০ ফুট গভীরে ২শ থেকে সোয়া ২শ ফুট পাকা ড্রেনেজ ব্যবস্থা কিংবা পাইপ বসানো হলে সহজেই পানি নিস্কাশন হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান বলেন, তিনি বিষয়টি জেনে স্থানীয় কৃষি বিভাগ এবং এলাকার ইউপি চেয়ারম্যানগণকে সরেজমিনে পরিদর্শন এবং সহজ সমাধানের পথ বের করার বিষয় জানিয়েছেন। তাদের মতামতের আলোকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর পাশাপাশি তিনি বিষয়টির সমাধানের কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদেরকে সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments