বাবুল আকতার: নওগাঁর সাপাহারে দিনেশ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার তুলশীপাড়া গ্রামের ললিত এর ছেলে দিনেশ (৪৫)এর লাশ উপজেলার ফুরকুটি ডাঙ্গা আদিবাসী পাড়ার অদুরে একটি পাট ক্ষেতের নিকট পড়ে ছিল। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরত হাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পাশের আদিবাসী পাড়ায় গিয়ে মাত্রারিক্ত চোলাই মদ পান করে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারনা করছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে অফিসার ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন।