বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাকুমিল্লায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ৩৮ জন করোনায় আক্রান্ত

কুমিল্লায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ৩৮ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলার তিন কর্মকর্তা, কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ নতুন করে আরো ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১১ জনে।

করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, নতুন আক্রান্ত ৩৮ জনের মধ্যে দেবিদ্বারে ১১ জন, নাঙ্গলকোটে পাঁচজন, কুমিল্লা সিটি করপোরেশনে একজন, সদর দক্ষিণে সাতজন, মনোহরগঞ্জে দুজন, ব্রাহ্মণপাড়ায় দুজন, বরুড়ায় একজন, আদর্শ সদরে চারজন, চান্দিনায় চারজন ও বুড়িচংয়ের সিএমএইচে একজন রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, কুমিল্লায় এ পর্যন্ত মোট সাত হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত হাজার ৪৫ জনের রিপোর্ট আসে। দেবিদ্বার উপজেলার চারজনসহ মোট সুস্থ হয়েছে ১০০ জন। নাঙ্গলকোটের একজনসহ মোট মারা গেছে ২৩ জন।

আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সবার দোয়া চেয়েছেন। তাঁর অফিসের পিআইওর পজিটিভ আসার পর তিনি করোনা পরীক্ষা করান বলে জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments