শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeসারাবাংলারাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর রমনা মিন্টু রোডে ডিবি অফিসের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সঙ্গে থাকা আরেক যুবক। তাদের বয়স যথাক্রমে ২০ থেকে ২১ বছর হতে পারে। পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি একজনকে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, মিন্টু রোড ডিবি অফিস সংলগ্ন রাস্তায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments