শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ প্রতিবেদক: ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় জামালপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়ামকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়ামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন জানান, গত ৫ মে আব্দুল্লাহ আল সাদী সিয়াম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্ট্যাটাসে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে জেলা ছাত্রলীগ জরুরি সভা ডেকে তাকে সাময়িক বহিষ্কার করে।

সাময়িক বহিষ্কৃত সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়াম বলেন, কোনো নোটিশ আমি পাইনি। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে তাও জানি না।

এর পর তিনি জানান, এ রকম নোটিশ তাকে কয়েক দিন পরপরই দেয়া হয়। এটি কোনো ব্যাপার নয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments