মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে নৌকা ও জাল পোড়ানোর মামলায় জামায়াত কর্মী আটক

মুলাদীতে নৌকা ও জাল পোড়ানোর মামলায় জামায়াত কর্মী আটক

মোশাররফ হোসেন: মুলাদীতে জেলের নৌকা ও জাল পোড়ানোর মামলায় জামায়াত কর্মী অলিল আকনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে সফিপুর ইউনিয়নের চরসফিপুর এলাকা থেকে অলিল আকনকে আটক করে। অলিল আকন চরসফিপুর গ্রামের ফজলু আকনের পুত্র। তিনি ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী। পুলিশ জানায় গত ১৬ মে রাতে উপজেলার চরসফিপুর এলাকার রশিদ তালুকদারের পুত্র বাদশা তালুকদারের মাছ ধরার কোনা জাল ও নৌকাটি কে বা কাহারা পুড়িয়ে দেয়। ওই ঘটনা বাদশা তালুকদার বাদী হয়ে ২৮ মে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে পুলিশ তদন্ত সাপেক্ষে জাল ও নৌকা পোড়ানোর সাথে জড়িত থাকার সন্দেহে অলিল আকনকে আটক করে। এব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান জিজ্ঞাসাবাদের জন্য অলিল আকনকে আটক করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments