শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুর থানার ওসি ও তার স্ত্রী এবং ৮ পুলিশ সদস্যসহ নতুন করে...

এনায়েতপুর থানার ওসি ও তার স্ত্রী এবং ৮ পুলিশ সদস্যসহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত

মারুফা মির্জা: সিরাজগঞ্জে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, স্ত্রী সাথী খাতুন ও ৮ পুলিশ সদস্য সহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। এনায়েতপুর থানার বাকি আক্রান্তরা হলো থানার এসআই আব্দুস ছাত্তার, এসআই মামুন ও তার স্ত্রী ময়না খাতুন, এসআই শহিদুল ইসলাম, এএসআই আব্দুল বারী, পুলিশ কনেষ্টেবল মোকবুল হোসেন, ফজলুল হক, ড্রাইভার উজ্জল হোসেন, ড্রাইভার মোশারফ হোসেন। তাদের প্রত্যেককে লকডাউনে রেখে চিকিৎসার আওতায় এনেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৭৫ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১৯ জনের রির্পোর্ট পজেটিভ। জেলায় নতুন ১৯ জন করোনা হওয়াদের মধ্যে ১১ জন এনায়েতপুর থানার, বেলকুচি উপজেলার ৫ জন ও শাহজাদপর উপজেলার ২ জন ও কাজিপুর উপজেলার ১ জন। নতুন ১৯ জনের রিপোর্ট পজেটিভ হওয়ায় সিরাজগঞ্জ জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৯১ জন। এদিকে এনায়েতপুর থানার ওসি তদন্ত কেএম রাকিবুল হুদা জানান, থানা পুলিশ করোনা যোদ্ধা হিসেবে সর্বাত্বক ভুমিকা পালন করে যাচ্ছে। এ কারনে তারা সংক্রামিত হয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জানার পর পরই সবাইকে লকডাউনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থানার যাবতীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments