শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে গাঁজা বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে নদীতে ফেলে হত্যার চেষ্টা, আটক ১১

মুলাদীতে গাঁজা বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে নদীতে ফেলে হত্যার চেষ্টা, আটক ১১

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে গাঁজা বিক্রিতে বাঁধা দেওয়ায় মারধর করে এক যুবককে লঞ্চ থেকে নদীতে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় এমভি আচল-৬ লঞ্চ থেকে ফেলে এমদাদুল হক মনির নামের যুবককে হত্যার চেষ্টা করা হয়। মনির উপজেলার উত্তর পাতারচর গ্রামের এনছার উদ্দীন বেপারীর পুত্র। জানাগেছে গত বৃহস্পতিবার সফিপুর ইউনিয়নের পূর্ব পাতারচর গ্রামের জাকির হোসেন হাওলাদারের পুত্র রাজিব ওরফে টুণ্ডা রাজিব এলাকায় গাঁজা বিক্রি করছিলো। ওই সময় এমদাদুল হক মনির তাকে গাঁজাসহ আটক করে পুলিশে সংবাদ দেওয়ার চেষ্টা চালায়। এতে টুণ্ডা রাজিবের সহযোগিরা ক্ষিপ্ত হয় এবং পুলিশ যাওয়া আগেই গাঁজাসহ রাজিবকে নিয়ে যায়। গত শুক্রবার এমদাদুল হক মনির ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সফিপুর লঞ্চঘাট থেকে এমভি আচল-৬ লঞ্চে ওঠে। ঘাট থেকে লঞ্চ ছাড়ার কিছু সময় পরেই সোহাগের নেতৃত্বে টুণ্ডা রাজিবের ১৪/১৫ জন সহযোগী মনিরকে মারধর শুরু করে। নিজেকে রক্ষার্থে মনির লঞ্চের ছাদে উঠলে দুর্বৃত্তরা সেখানে গিয়ে মনিরকে লাঠি- সোটা, লোহার রড, টর্চ লাইট দিয়ে পিটিয়ে মারাত্নক আহত করে জয়ন্তী নদীতে ফেলে দেয়। পরে জেলেরা মনিরকে উদ্ধার করে সফিপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। অপরদিকে হামলাকারীরা মনিরকে লঞ্চ থেকে ফেলে দেওয়ার পরে ঢালী বাড়ি লঞ্চঘাটে নেমে বিজয় উল্লাস করে। যুবককে হত্যার চেষ্টার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয় এবং হামলাকারীদের ধাওয়া করে। হামলাকারীরা ভেদুরিয়া খেয়াঘাট দিয়ে পালিয়ে যাওয়ার সময় বোয়ালিয়া ফাঁড়ি পুলিশ ও স্থানীয়রা ১১জনকে আটক করে মুলাদী থানায় সোপর্দ করে। এঘটনায় আহত এমদাদুল হক মনির বাদী হয়ে ১৪জনকে আসামী করে মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান হামলাকারীদের আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments