বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকরোনা উপসর্গে মারা যাওয়ায় এগিয়ে আসেনি কেউ: দাফন করলো পাবনার মাহবুব-শিশির

করোনা উপসর্গে মারা যাওয়ায় এগিয়ে আসেনি কেউ: দাফন করলো পাবনার মাহবুব-শিশির

কামাল সিদ্দিকী: পাবনার সুজানগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এগিয়ে আসেনি কেউ। অবশেষে খবর পেয়ে পাবনা শহর থেকে গিয়ে মঙ্গলবার ওই ব্যক্তির দাফন, কাফন ও জানাযা করেছেন দাতব্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান তহুরা- আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব ও সাংস্কৃতিক কর্মি শিশির ইসলাম। মৃত ব্যক্তি ইদ্রিস আলী (৬০)। তিনি সুজানগর উপজেলার মসজিদপাড়া মহল্লার নাসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি কিডনী সমস্যায় ভূগছিলেন। সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। এদিকে ইদ্রিস আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমনটি ভেবেই এলাকার কেউ এগিয়ে আসেননি তার গোসল, দাফন বা কাফনে। এমনকি সুজানগরে যারা পূর্বঘোষনা দিয়েছেন করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের পাশে এসে দাঁড়ানোর জন্য, তারাও এগিয়ে আসেননি বলে জানা যায় । এমতবস্থায় সুজানগর পৌরসভার মেয়র আব্দুল ওহাব বিষয়টি জানান, পাবনা শহরে দাতব্য সেবাদানকারী প্রতিষ্ঠান তহুরা-আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব ও সাংস্কৃতিক সংগঠন, পাঠশালার স্বত্তাধিকারী শিশির ইসলামকে। খবর পেয়েই তারা মঙ্গলবার সকালে ছুঁটে যান সুজানগরে মরহুম ইদ্রিস আলীর বাড়ীতে। সেখানে গিয়ে মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফনে অংশ নেন। স্থানীয় মসজিদের ইমাম জানাযা নামাজ পড়ান। জানা যায়, মৃত ইদ্রিস আলীর দুই ছেলে ও চার মেয়ে সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি জ্বরেও আক্রান্ত হন। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও রিপোর্ট আসেনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments