বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবরিশালে দুই বোনকে যৌন হয়রানির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

বরিশালে দুই বোনকে যৌন হয়রানির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীসহ দুই বোনকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন এক নির্যাতিতা। এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ।

গত ৯ জুন বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সরকারি মৎস্য খামারের সামনের রাস্তায় ঘটেছে যৌন হয়রানির এই ঘটনা। নির্যাতিতা দুই বোনের একজন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

মামলার বিবরণে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজের ছাত্রী ও তার বড় বোন গৌরনদী সরকারি মৎস্য খামারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় গৌরনদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ঈশান ইসলাম আরিফ তাদের পথরোধ করে অশ্লীল কথা বলে। এর এক পর্যায়ে আরিফ ও তার সাথে থাকা সঙ্গীরা ওই দুই বোনকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। কৌশলে ওই দুই বোন ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরে যেতে সক্ষম হয়।

এরপর ১০ জুন রাতে এ ঘটনায় গৌরনদী থানায় কলেজ ছাত্রীর বড়বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় আরিফসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় আরিফকে গ্রেফতার করে ১১ জুন আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ নাঈমুল হক জানান, মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক।

এ ব্যাপারে গৌরনদী সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন জানান, ঈশান ইসলাম আরিফ ২০১৬ সালে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও আরিফের বর্তমানে কোন পদ-পদবী নেই বলে দাবি তার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments