বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় বৃষ্টির পানি আর জলাবদ্ধতায় ঘরবন্দি হাজার হাজার মানুষ

চান্দিনায় বৃষ্টির পানি আর জলাবদ্ধতায় ঘরবন্দি হাজার হাজার মানুষ

ওসমান গনি: বর্তমান ডিজিটাল সরকারের আমলে সারাবিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশ এগিয়ে গেলেও এখনও বাংলাদেশের এমন কিছু জায়গা রয়েছে যেখানে সরকারের উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি। সেরকম একটি জায়গা হলো কুমিল্লার চান্দিনা উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। উপজেলার বদরপুর বাজরের পশ্চিম পাশ দিয়া মেহার – গজারিয়া সড়কের আনছর আলী খলিফার ডিপটিউবয়েল হতে দক্ষিণ দিকে যে রাস্তাটি মেহার নজর মামুদ হাজী বাড়ির সামনে দিয়ে গজারিয়া কেয়ারের রাস্তায় মিলিত হয়েছে সে রাস্তাটির অবস্থা একবারে নাজুক। ২০/২৫ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে রাস্তাটি একবার মেরামত করা হয়েছিল। তারপর হতে আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার বা মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। যার কারনে অনেক দুষ্কৃতিকারী মানুষ রাস্তার জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে ফেলছে। আবার অনেক রাস্তার পাশে মাছের প্রজেক্ট করার কারনে রাস্তাটি নিঃস্ব হয়ে যাচ্ছে। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন আশেপাশের গ্রামের শতশত মানুষ, রিক্সা, ভ্যান, অটোরিক্সা, সিএনজি এবং পিকআপ গাড়ীও চলাচল করে। পাশের বদরপুর বাজারে কৃষিপণ্য বাজারজাত করার জন্য এ রাস্তাটি এলাকাবাসীর একমাত্র প্রধান রাস্তা। তাছাড়া অত্র এলাকটি একটি কৃষিগুরুত্বপূর্ণ এলাকা। এখানে কৃষকরা তাদের জমিতে ফলানো ফসলের ন্যায্য মূল্য পায় না। রাস্তার অভাবে তাদের কৃষিপণ্য বাজারজাতও করতে পারছে না। যার কারনে ন্যায্য মূল্য হতে বঞ্চিত হতে হচ্ছে কৃষকদের। এলাকটিতে কৃষিপণ্যের মতো মাছ চাষও হয় প্রচুর। মাছ চাষীরা অপরিকল্পিতভাবে মাছের প্রজেক্ট করার কারনে বর্যাকালে সামান্য মেঘ বৃষ্টি হলেই রাস্তাটি যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারেনি। রাস্তাটির দৈর্ঘ্য হবে ৩ কি:মি:। রাস্তাটি ডিপটিউবয়েল হতে তাহের দোকান পর্যন্ত এক কিলোমিটার ব্রিক সলিং করা হয়েছিল ৩/৪ বছর আগে। তাহেরের দোকান হতে পশ্চিম দিকে ২ কি: মি; কাচা। এ কাচা অংশটি ই বর্ষাকালীন সময়ে মানুষের জন্য কাল হয়ে দাড়ায়।
এলাকাবাসীর দুঃখলাঘব করার জন্য রাস্তাটির প্রতি দেশের সচেনতন মহলের সুদৃষ্টি দেয়া প্রযোজন বলে এলাকার বিজ্ঞমহল মনে করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments