বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাপটুয়াখালীর বাউফলে করোনায় মৃত্যুর মিছিল

পটুয়াখালীর বাউফলে করোনায় মৃত্যুর মিছিল

অতুল পাল: পটুয়খালীর বাউফলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘয়িত হচ্ছে। এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ১৫ জন। তাদের কোভিড-১৯ প্রটোকল অনুযায়ীই দাফন করা হয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেব মতে নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন। বেসরকারিভাবে মৃত্যুর সংখ্যা পাঁচজন। এদিকে দিন যতই যাচ্ছে ততই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বাউফলে আক্রান্তের সংখ্যা ৩০ জন বলে জানা গেছে।
এদিকে গতকাল শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৩টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন বগা ইউনিয়নের মো. জয়নাল আবেদিন (৫৮) নামের এক ব্যাংক কর্মকর্তা। এর আগে গতকাল বিকেল সাড়ে পাচটার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা: এমদাদুল্লাহ খাঁন। তিনি বরিশাল সদর হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে। এছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিসহ ১৫জন নারী ও পুরুষ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাউফল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বর্তমানে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনজন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১১৬ জন। বাকীরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডা. আখতারুজ্জামান জানান, আমাদের রেফার্ড ছাড়া বাউফলের কয়েকজন রোগি বরিশাল শের ই বাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এবং দু’ একজন মারাও গেছেন। তাদের হিসেব আমাদের কাছে নেই। এরজন্য হিসেবে গড়মিল হতে পারে। দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি কারণে জানতে চাইলে তিনি জানান, মানুষ সচেতন কিন্তু স্বাস্থ্য বিধি মানেন না। মাস্ক, গ্লোবসসহ করোনা প্রতিরোধের অন্যান্য উপকরণ ছাড়াই হরহামেশা হাটবাজার করছেন। বাহিরে আসা যাওয়া করছেন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। এরফলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments