শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলা১৪ জুলাই সাবেক রাষ্টপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী : রংপুরে নানা অনুষ্ঠানের...

১৪ জুলাই সাবেক রাষ্টপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী : রংপুরে নানা অনুষ্ঠানের আয়োজন

জয়নাল আবেদীন: আগামী ১৪ জুলাই মঙ্গলবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী নানা আয়োজনে পালিত হবে । এদিকে এদিবসকে সামনে রেখে রংপুর মহানগরীর দর্শণাস্থ পল্লী নিবাসের লিচু বাগানে তার সমাধি কমপ্লেক্স এর প্রাথমিক পর্যায়ের নির্মাণ কাজ শেষ হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার উদ্যোগে এবং তার ব্যক্তিগত অর্থ দিয়ে প্রয়াত এরশাদের সমাধি কমপ্লেক্সে এর প্রাথমিক পর্যায়ের সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী। এই দিনে সারাদেশসহ বিভিন্ন দেশের মানুষ, জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, এরশাদ ভক্ত, তার হাতে প্রতিষ্ঠিত দেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার আলম ওলামাদের সমাগম ঘটবে। ফলে তার সমাধি স্থানটি তো আর অবহেলায় ফেলে রাখা যায় না। প্রয়াত এরশাদ স্যারের আমাদের জন্য অনেক করেছে। আমরা তার জীবদ্দশায় কিছুই দিতে পারিনি। তাই তার সমাধি স্থানটি প্রাথমিক পর্যায়ের কাজটি নিজ হাতে সম্পন্ন করলাম। তিনি বলেন, দশের লাঠি একে বোঝা। একার পক্ষে প্রয়াত এরশাদ স্যারের সমাধি কমপ্লেক্সটি সম্পন্ন করা সম্ভব নয়। আগামী দিনে প্রেসিডিয়ামের পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় পরিকল্পিতভাবে সুসম্পন্ন করা হবে। এদিকে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও মহামারী করোনাকাল চলছে । এই করোনাকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীও পালিত হবে । সরকারের স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দিনভর পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, দরিদ্র ভোজ, আলোচনা সভার আয়োজন করেছে জেলা এবং মহানগর জাতীয় পার্টি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments